ভারতে ২২ দিন ধরে আন্দোলন চলছে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে। ভারতজুড়ে ছড়িয়ে পড়েছে এ আন্দোলন। বিভিন্ন ভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। দিল্লির বিভিন্ন স্থানে এ আন্দোলন দেখা যাচ্ছে। বলতে গেলে, দিল্লির শাহিনবাগ যেন আরেক শাহবাগে পরিণত হয়েছে! ক্রমেই বেগবান হচ্ছে শাহিনবাগের আন্দোলন।
জানা গেছে, শাহিনবাগে আন্দোলনটা শুরু হয়েছিল ১০ থেকে ১৫ জন নারী দিয়ে। আজ সেই সংখ্যাটি দাঁড়িয়েছে দু’শতে। প্রায় দু’শ মুসলিম নারী একসঙ্গে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মনে পড়ে যায় ঢাকার শাহবাগের প্রজন্ম চত্ত্বরের কথা। সালটা ২০১৩। খুব বেশি আগের না। দক্ষিণ এশিয়ার গণআন্দোলনের প্রতীক হয়ে গিয়েছিল শাহবাগ। রাজাকারদের ফাঁসির বিরুদ্ধে এভাবেই রাস্তায় চলে এসেছিল পুরো বাংলাদেশ। বসে পড়েছিল রাস্তায়। একই চিত্র দিল্লির শাহিনবাগেও। সেখানে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গায়ে শাল আর চাদর জড়িয়ে আকাশের তলায় আজও আন্দোলনকারীরা বসে আছেন। শ্লোগানে গলা মেলাচ্ছেন সবাই। সঙ্গে রয়েছে তাদের হিন্দু, শিখ ও বৌদ্ধ ভাই-বোনেরা।
আন্দোলনকারীরা ধর্মের ভিত্তিতে নিজেদের পায়ের জমির অধিকার সরে যেতে দেবেন না। হাতে জাতীয় পতাকা, গলায় জাতীয় সঙ্গীত। এই তো দেশপ্রেম। আবার একটি ছোট শিশু মাইকে গলা ফাটিয়ে ‘আজাদি’ স্লোগানে অবস্থান কাঁপিয়ে দিচ্ছে। এসব ছবি যেন অনেকদিন পর আবার বিশ্ব দেখছে এই ভারতে। সুপ্রিম কোর্টের শুনানির আগে তাদের অবস্থান আন্দোলন থেমে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর যদি তাতেও কোনো সমাধান না হয়, তাহলে ২৩ মাসের আসিয়ানা থেকে শুরু করে ৯১ বছরের আসমা বিবি সবাই বুকে পুলিশের গুলি খেতেও রাজি।
বিডি-প্রতিদিন/শফিক