বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাগদাদ বিমানঘাঁটিতে একযোগে ৫টি রকেট হামলা চালানো হয়েছে।
শনিবার এ হামলার ঘটনা ঘটে। বাগদাদ বিমানবন্দরে মার্কিন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলেমানি নিহত হওয়ার একদিন পরই এ হামলা ঘটনা ঘটলো।
ইরাকের সামরিক বাহিনী বলে এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুটি রকেট ছোড়া হয়েছে। এছাড়া বাগদাদের উত্তরে সালাহউদ্দীন প্রদেশে মার্কিন সেনাদের বালাদ বিমানঘাঁটিতে তিনটি রকেট ছোড়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন