টেক জায়ান্ট আলিবাবা’র বিরুদ্ধে সন্দেহজনক একচেটিয়া ব্যবসায়ী চর্চার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে চীন। আজ বৃহস্পতিবার দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশন (এসএএমআর) এই ঘোষণা দেয়।
এর ফলে হংকংয়ের বাজারে আলিবাবা’র ৯ শতাংশ বিনিয়োগ কমে গেছে। যার আনুমানিক মূল্য ৬০ বিলিয়ন মার্কিন ডলার। খবর রয়টার্স ও বিবিসি।
প্রকাশিত খবরে বলা হয়েছে, আলিবাবা’র বিরুদ্ধে একচেটিয়া ব্যবসায়ী আচরণের এই তদন্ত হচ্ছে ‘দুইটি থেকে একটি বেছে নেওয়ার’ চর্চাকে কেন্দ্র করে। এই চর্চায় ব্যবসায়ীদের সঙ্গে এমন একটি সহায়তা চুক্তি করা হয়, যাতে তারা প্রতিদ্বন্দ্বী অন্য কোনো প্লাটফর্মে পণ্য বিক্রি করতে পারে না।
এব্যাপারে চীনের বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, আলিবাবা’র দুইটি থেকে একটি বেছে নেওয়ার চর্চার ফলে অন্য প্রতিদ্বন্দ্বীরা পিছিয়ে পড়ছেন। এর মাধ্যমে দেশটির লাখ লাখ গ্রাহক একটি নির্দিষ্ট কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। যা খুবই উদ্বিগ্নের কারণ।
উল্লেখ্য, জ্যাক মা প্রতিষ্ঠিত আলিবাবা ইতোমধ্যে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত অভিযানের মুখোমুখি হয়েছে। গত মাসে এর সহযোগী একটি প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের শেয়ার বাজারে তালিকাভুক্তকরণ স্থগিত করতে বাধ্য করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর