পূর্ব সিরিয়ায় একটি যাত্রীবাহী বাসে সশস্ত্র ব্যক্তিদের হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এতে ১৩ জন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানায়।
সানা জানিয়েছে, বুধবার 'সন্ত্রাসী' হামলাটি কাবাজেব এলাকার পালমিরা-দেইর আল-জুর রোডের একটি বাসকে লক্ষ্য করে করা হয়। সরকারি প্রতিবেদনে আরও কোনও বিবরণ প্রকাশ করা হয়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে যে, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ বুধবার পূর্ব সিরিয়ার দির আল-জুর প্রদেশের রাস্তায় সেনা বহনকারী তিনটি বাসকে টার্গেট করে হামলা চালায়, এতে তিনজন নিহত ও ১১ জন আহত হয়।
সিরিয়াজুড়ে মূল অঞ্চলগুলো হারিয়ে যাওয়ার পরে আইএস জঙ্গিরা পূর্ব সিরিয়ার মরুভূমিতে চলে গেছে, যেখানে তারা প্রায়ই সামরিক কর্মীর ওপর ও ঘাঁটিতে হামলা চালায়।
সূত্র: সিরিয়া এইচ আর
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ