কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে শুক্রবার এক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলার জন্য এডিএফ মিলিশিয়ারা দায়ী।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, বেনির আঞ্চলিক প্রশাসক দোনাত কিবুয়ানা বলেন, সেনাবাহিনী বৃহস্পতিবার নববর্ষের প্রাক্কালে এলাকার শস্যখেতে ২৫ জন বেসামরিক নাগরিকের লাশের খোঁজ পাওয়ার পর এডিএফ যোদ্ধাদের তাড়া করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ