সীমান্ত সংঘাতের মধ্যেই পুরোনো ঐতিহ্য মেনে ভারত-পাকিস্তান একে অপরের পারমাণবিক শক্তি ও এর ব্যবস্থা সম্পর্কিত তথ্য সম্বলিত তালিকা বিনিময় করল। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম মোতাবেক দু'দেশ একে অন্যের পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থার ওপর হামলা চালাতে পারবে না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দু’দেশের মধ্যে গত তিরিশ বছর ধরে পারমাণবিক শক্তিকেন্দ্র ও ব্যবস্থায় হামলা চালাতে না পারা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মোতাবেক পরমাণু ফেসিলিটি নিয়ে যাবতীয় তথ্য একে অপরের সঙ্গে বিনিময় করে।
বলা হয়েছে, ভারত ও পাকিস্তান যেহেতু পরমাণু ক্ষমতাধর দেশ, তাই চুক্তির মাধ্যমে একে অপরের ওপর হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে। দিল্লি ও ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তালিকা শেয়ার করে আসা হচ্ছে বহু বছর ধরে, এবারও তার ব্যতিক্রম হয়নি। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক