দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত নজরুলের বাড়ি নোয়াখালীতে। তিনি দক্ষিণ আফ্রিকার ক্লার্সড্রপ শহরে একটি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহরসংলগ্ন এলাটন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল ডাকাত নজরুলের দোকানে প্রবেশ করলে নজরুল তাদের বাধা দেন। ডাকাতদলের সদস্যরা নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
বিডি প্রতিদিন/আবু জাফর