পাকিস্তানের উত্তরাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের এক কয়লাখনিতে ১১ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তা খালিদ দুররানি। নিহত সবাই বেলুচিস্তানে শিয়া হাজারা গোষ্ঠীর লোক বলে তিনি নিশ্চিত করেছেন।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় শিয়া মতাবলম্বীদের বেশির ভাগই হাজারা গোষ্ঠীর মানুষ। হাজারা সদস্যরা প্রায়ই সুন্নীদের আক্রমণের শিকার হয়, কিন্তু এবার সুনির্দিষ্টভাবে কয়লা শ্রমিকদেরই কেন আক্রমণ করা হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
দুররানি জানান, গতকাল ভোরের আলো ফোটার আগেই দূরবর্তী পাহাড়ি এলাকায় হাজারা শ্রমিকদের হত্যা করা হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত অমানবিক সন্ত্রাসবাদী’ বলে অভিহিত করেছেন। সূত্র : এএফপি।
বিডি প্রতিদিন/আরাফাত