ইয়েমেনের উপকূলে একটি ভাসমান লক্ষ্যবস্তুতে লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইউএসএস পোর্টল্যান্ড এডেন উপসাগরে ভাসমান লক্ষ্যবস্তুতে লেজার অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।
বিস্ফোরকবাহী ড্রোন ও দ্রুতগামী বোটের বিরুদ্ধে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ পরীক্ষা চালানো হয়।
বুধবার মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, লেজার ‘সফলভাবে’ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এর আগে ২০২০ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের এ যুদ্ধজাহাজ লেজার ব্যবহার করে একটি ড্রোন ভূপাতিত করছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন