ভিয়েতনামে ৩৫ মিটার গভীর একটি গর্তে পড়ে যাওয়া ১০ বছর বয়সী এক শিশুকে উদ্ধারে কাজ চলছে। রবিবার এক নির্মাধীন এলাকার গর্তে পড়ে যায় শিশুটি।
গর্তে পড়া শিশুটির নাম থাই লি হাও নাম। ডং থাপ প্রদেশের একটু সেতু নির্মাণের জন্য ২৫ সেন্টিমিটার প্রস্থের ওই গর্তটি করা হয়েছিল।
স্থানীয় উদ্ধারকারী জানিয়েছে, তারা শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা এখনও তার অবস্থা সম্পর্কে কিছুই বলতে পারছি না।
গর্তের ভেতরে থাকা শিশুটির সাথে এখন আর কোনো ধরনে যোগাযোগ করা যাচ্ছে না। অক্সিজেন স্বল্পতা নিয়েও আছে শঙ্কা। শিশুটিকে উদ্ধারে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে মিয়ানমারের প্রধানমন্ত্রী।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল