ভারতের কর্ণাটক রাজ্যে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে নিজের বাড়িতে বেড়াতে আসা এক অতিথিকে ভুল করে গুলি করে হত্যার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ।
গত শনিবার রাতে কর্ণাটকের শিবমোগগা নগরীতে মঞ্জুনাথ ওলেকারের (৬৭) বাড়ির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন বছর উদযাপনে আকাশে ফাঁকা গুলি ছোড়ার জন্য বন্দুক প্রস্তুত করছিলেন মঞ্জুনাথ ওলেকার। কিন্তু ভুল করে ট্রিগারে চাপ পড়ায় গুলিবিদ্ধ হন তার পাশে দাঁড়িয়ে থাকা বিনয় (৩৪)। আহত বিনয়কে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রবিবার সন্ধ্যায় মারা যান তিনি।
ওলেকারের ছেলের বন্ধু ছিলেন বিনয়। তার এমন মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওলেকার। পুলিশ কর্মকর্তা মিথুন কুমার বিবিসি-কে এ তথ্য জানিয়েছেন।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ওলেকার তার লাইসেন্স করা বন্দুকটি এর আগেও নতুন বছর উদযাপন অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়তে ব্যবহার করেছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল