দোনেৎস্ক এলাকায় ইউক্রেনের চালানো হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও ইউক্রেনের দাবি, এই হামলায় তাদের সেনারা ৪০০ রুশ সেনাকে হত্যা করেছে, আহত হয়েছে আরও ৩০০ জন।
রাশিয়া সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স গাইডেড রকেট সিস্টেম দিয়ে এই হামলা চালিয়েছে ইউক্রেন।
এসময় দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। তারা জানায় বাকি চারটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাঁটির ভবনে আছড়ে পড়ে।
দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার কর্মকর্তা দানিল বেজসোনভ বলেন, নতুন বছরের প্রথম দিনের মধ্যরাতে মাকিভকা অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্রের এ আঘাতে একটি ভোকেশনাল স্কুল উড়ে যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত সংখ্যা এখনো অজানা।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল