ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাব সামনে এনেছে জাপান। এ জন্য জাপান সরকার রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। এ বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকো বলেছেন, জাপানের প্রস্তাব তাদের স্বার্থের পরিপন্থী। তাই দেশটির সঙ্গে আলোচনায় বসবে না মস্কো।
এদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে যুদ্ধ বন্ধের কোনো আলামত আপাতত দেখা যাচ্ছে না। এমন অবস্থায় ইউক্রেনকে দীর্ঘ মেয়াদে সহায়তা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই প্রস্তুত হতে হবে। গত সোমবার বিবিসি রেডিও ফোরের ওয়ার্ল্ড অ্যাট ওয়ান অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
স্টলটেনবার্গ আরও বলেন, রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। নতুন করে হামলা শুরুর চেষ্টা করতে পারে মস্কো। তবে সামরিক সহায়তার মধ্য দিয়ে সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে। এতে যুদ্ধের অবসানে আলোচনায় বসতে বাধ্য হবে রাশিয়া। সূত্র: রয়টার্স
বিডিপ্রতিদিন/কবিরুল