রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
এই আলাপে এরদোয়ান পুতিনকে বলেছেন, একতরফা যুদ্ধবিরতি এবং ন্যায্য সমাধানের দৃষ্টি ভঙ্গিতেই এই সঙ্কটের সমাধানের পথে আগানো উচিৎ।
বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর একথা জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ান শান্তি ও সমঝোতার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন সংঘাতের শুরু থেকেই শান্তি আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক। শান্তি প্রক্রিয়া একরকম ব্যর্থ হলেও তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য রপ্তানি চুক্তি সফলভাবেই হয়েছিল।
এসময় মধ্যপ্রাচ্যের নানা বিষয় নিয়েও আলোচনা হয়েছে পুতিন ও এরদোগানের মধ্যে। সেই আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে সিরিয়া।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজমুল