গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় রিপাবলিকান পার্টি। তবে নিজ দলেরই কয়েকজন সদস্যদের বিরোধিতার কারণে স্পিকার নির্বাচিত হতে পারছেন না কেভিন ম্যাকার্থি। বিরোধিতাকারীরা ম্যাকার্থির ওপর আস্থা রাখতে পারছেন না। তাই ১১ দফা ভোট হয়ে যাওয়ার পরও তিনি স্পিকার নির্বাচিত হতে পারেননি। শুক্রবার পর্যন্ত পরিষদের কার্যক্রম মুলতুবি করা হয়েছে।
২০ জন রিপাবলিকান প্রতিনিধি ম্যাকার্থির বিরোধিতা করছেন বলে জানা গেছে। বিবিসি জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন সত্ত্বেও দলের ওই সদস্যদের বিরোধিতার মুখে পড়েছেন ম্যাকার্থি। স্পিকার নির্বাচন করতে না পারায় পরিষদে সদস্যরা শপথ নিতে পারছেন না। কোনো বিলও পাশ করা সম্ভব হচ্ছে না।
জানা গেছে, প্রাক্-গৃহযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্রে এমন অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। সেসময় প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে মোট ৪৪ দফা ভোট হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা