প্রবল বর্ষণ ও বজ্রপাতে ভারতের দুটি রাজ্য এবং নেপালে দুই দিনেই অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম ও দেশ দুটির কর্মকর্তারা জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) অঞ্চলজুড়ে আরও অকাল বৃষ্টিপাতের আশঙ্কাও করছে।
বুধবার ভারতের আবহাওয়া বিভাগ দেশটির পশ্চিমাঞ্চলে তাপদাহ এবং মধ্য ও পূর্বাঞ্চলে বজ্রঝড়ের ব্যাপারে সতর্কতা জারি করেছিল। সেদিন থেকে গতকাল সকাল পর্যন্ত বিহারে বৃষ্টিজনিত ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে পূর্বাঞ্চলীয় রাজ্যটির দুর্যোগব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন। এর বাইরে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে বুধ ও বৃহস্পতিবার বজ্রপাত, বজ্রঝড়সহ বৃষ্টিতে ৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। পার্শ্ববর্তী নেপালেও বজ্রপাত ও তুমুল বর্ষণে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ভারতের আবহাওয়া বিভাগ মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রঝড়, বজ্রপাত ও তুমুল বাতাসসহ বৃষ্টি আজ শনিবার পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছে। দক্ষিণ ভারতে সাধারণত জুন থেকে বর্ষাকাল শুরু হয়; অতীতে গ্রীষ্মকালে দেশটিতে তীব্র তাপপ্রবাহ ও ডজন ডজন মানুষের মৃত্যু দেখা গেছে। -এনডিটিভি
গত সপ্তাহে ভারতের রাষ্ট্র-পরিচালিত আইএমডি বলেছিল, এ বছর এপ্রিলে আগের তুলনায় বেশি গরম পড়বে বলেই তারা আশঙ্কা করছে। এ সময়ে দেশজুড়ে তাপমাত্রার পারদ থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ ওপরে।