গাজায় হাসপাতালে আবারও ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এই হামলায় আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং সার্জারি বিভাগ ধ্বংস হয়েছে।
ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, অনলাইনে পোস্ট হওয়া ভিডিওতে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতাল ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। হাসপাতালের বেডে থাকা কিছু রোগীকে দ্রুত অন্য স্থানে সরিয়ে নিতেও দেখা যায় ভিডিওতে।
স্থানীয় এক সাংবাদিক বলেছেন, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) হাসপাতালের এক চিকিৎসককে ফোন করে তাৎক্ষণিকভাবে ভবন খালি করার সতর্কবার্তা দিয়েছিল। চলে যাওয়ার জন্য মাত্র ২০ মিনিট সময় দেওয়া হয়েছিল। হামাস ইসরায়েলের এই বিমান হামলাকে ‘ভয়াবহ অপরাধ’ আখ্যা দিয়েছে। সিভিল এমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হতাহতের ঘটনার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে স্যোশাল মিডিয়ায় পোস্ট হওয়া ফুটেজে হাসপাতালের কর্মী ও রোগীদেরকে বাইরে অন্ধকারের মধ্যেই অন্য জায়গায় সরে যেতে দেখা গেছে। হাসপাতাল প্রাঙ্গণে আশ্রয় নিয়ে থাকা নারী ও শিশুদেরকেও পালাতে দেখা যায় ফুটেজে। উল্লেখ্য, গাজায় যুদ্ধের আগে আল-আহলি ছিল একটি ছোট্ট হাসপাতাল। গাজা সিটিতে এখনো সচল থাকা একমাত্র হাসপাতাল ছিল এটিই। বিশেষ করে উত্তর গাজার বড় আল শিফা হাসপাতাল ইসরায়েলের হামলায় ধ্বংস হওয়ার পর থেকে আল-আহলিতেই কাজ চলছিল।
এক বিবৃতিতে হামাস পরিচালিত সরকারের মিডিয়া অফিস হামলার নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েল আল-আহলি হাসপাতালকে হামলার নিশানা করে ভয়াবহ অপরাধ করছে। হাসপাতালটিতে আছে শত শত রোগী এবং চিকিৎসা কর্মী। - আলজাজিরা