বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হয়েছে। দেশ-বিদেশের লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে এখন মুখরিত টঙ্গীর তুরাগপাড়।
বেলা পৌনে ১২টায় আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় ১২ টায়। মোনাজাতে সৃষ্টিকর্তার কাছে বিশ্ব উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করা হয়।
আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম।
মঙ্গলবার ভোর থেকে হাজার হাজার মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেন। ময়দানের আশপাশ সড়কগুলোতে কয়েক কিলোমিটার যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে তারা আগে-ভাগেই ময়দানে আসতে থাকেন।
মঙ্গলবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমার সব ধরনের আনুষ্ঠানিকতা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন