সৌদি আরবের সুপ্রিম কোর্ট সবাইকে শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন। চাঁদ দেখা গেলেই সৌদি আরব জুড়ে ঈদুল ফিতরের আয়োজন শুরু হয়ে যাবে।
সুপ্রিম কোর্ট তাদের ঘোষণায় বলেছেন, খালি চোখে কিংবা বাইনোকুলার দিয়ে চাঁদ দেখা গেলে যেন নিকটস্থ আদালতে জানানো হয় পাশাপাশি তাদের সাক্ষ্য নিবন্ধন করা হয়।
সৌদি আরবে রমজান শুরু হয়েছে গত ৬ মে। চাঁদ দেখা না গেলে সৌদি আরবে মঙ্গলবারও রোজা রাখা হবে এবং বুধবার ঈদ উদযাপন করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশে ঈদ হবে বৃহস্পতিবার।
সূত্র: সৌদি গেজেট
বিডি প্রতিদিন/ফারজানা