রাজধানীতে পৃথক অভিযানে সাতটি মামলার আসামি ব্রিফকেস হান্নানসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মতিঝিল থানা পুলিশ জানায়, বুধবার দুপুরে মতিঝিল বাণিজ্যিক এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ৭টি মামলার আসামি মো. হান্নান ওরফে ব্রিফকেস হান্নান ওরফে রবিন ওরফে হান্নু ওরফে রফিকুল ওরফে মান্নান ওরফে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর, গেন্ডারিয়া, কোতোয়ালি ও পল্টন থানাসহ জামালপুর ও ঢাকার কেরানীগঞ্জে ছিনতাই, চুরি, অস্ত্র ও মাদকের সাতটি মামলা রয়েছে। পুলিশ বলছে, মিজানুর রহমান নামে এক ব্যক্তি শাপলা চত্বরের এলিট এভিয়েশনের অফিস থেকে ৯ লাখ টাকার একটি ব্যাগে নিয়ে পার্শ্ববর্তী ইস্টার্ন ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য পায়ে হেঁটে রওনা করেন। তিনি মতিঝিল আইএফআইসি ইসলামী ব্যাংক শাখার সামনে এলে আগে থেকেই ওত পেতে থাকা দুই ছিনতাইকারী তার কাঁধের ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে মতিঝিল থানার টহলরত পুলিশ দ্রুত এগিয়ে এলে ছিনতাইকারী দুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। টহল পুলিশ তাদের ধাওয়া করে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের হোটেল ডি-বাদশা অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে হান্নানকে গ্রেপ্তার করা হয়। অন্য ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। এদিকে, পল্লবী থানা পুলিশ জানায়, পল্লবীতে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মো. নাঈম ওরফে ওমর, মো. রাব্বি ও মো. রাসেল। বুধবার রাতে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা পল্লবী এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। পুলিশ বলছে, ১৪ জানুয়ারি সন্ধ্যায় পল্লবীর পূরবী সিনেমা হলের বিপরীত পাশে ইসলামী ব্যাংকের সামনে থেকে একরামুল ইসলামের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনতাই করার সময় রমজান আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ২/৩ জন পালিয়ে যায়। এ ঘটনায় তিনি পল্লবী থানায় একটি ছিনতাইয়ের মামলা করেন। গ্রেপ্তার রমজানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শিরোনাম
- ফিলিস্তিনি প্রধানমন্ত্রীকে পশ্চিম তীর সফরের অনুমতি দিল না ইসরায়েল
- ট্রাম্পের অনীহা সত্ত্বেও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে চায় ইসরায়েল
- একতরফা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
ধরা পড়ছে ছিনতাইকারী
ওরা সবাই পেশাদার গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর