কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম (সোশ্যাল মিডিয়া) ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এ-সংক্রান্ত একটি অফিস আদেশে বলা হয়, আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বেবিচক সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কিছু কর্মকর্তা-কর্মচারী তাদের সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট দিচ্ছেন ও ছবি আপলোড করছেন। এ ছাড়া বিভিন্ন পোস্টে রাজনৈতিক বক্তব্যও দেওয়া হচ্ছে। এতে বেবিচকের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হচ্ছে।
একই সঙ্গে কাজের পরিবেশ নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিতে পারে। তাই কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গত রবিবার এ আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, সামাজিক মাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকা; জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থি কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে- এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পোশাক হেয়প্রতিপন্ন করে- এমন কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। লিঙ্গবৈষম্য বা এ-সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। জনমতে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয়ে লেখা অডিও বা ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না। ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সংবলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক ও শেয়ার করা থেকে বিরত থাকতে হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়।