রাজধানীর ধানমন্ডি থানায় মো. শামীম নামে এক কিশোর হত্যা মামলায় গ্রেপ্তার নোয়াখালী-২ আসনের সাবেক এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন। এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) উপপরিদর্শক শাহীন মিয়া তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত জেল হাজতে আটক রাখার আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামির জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামি একজন সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার সহযোগী। ছাত্র-জনতার আন্দোলনকে দমানোর জন্য এই আসামি সহযোগিতা করেছেন। এই হত্যাকাণ্ডে আসামিকে জড়িত থাকার বিষয়টি পাওয়া গেছে। এই আসামির আরও তথ্য যাচাইবাছাই করার লক্ষ্যে আসামিকে আটক রাখার প্রার্থনা করেন তিনি। আসামিপক্ষের আইনজীবী চমন আফরোজা, তুহিন হাওলাদারসহ আরও অনেকেই জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।