এক নারীর আত্মহত্যার কারণ তদন্ত করতে গিয়ে বুধবার রাজধানীর ভাটারা থেকে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাফসির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
তিনি বলেন, ভাটারার একটি বাসায় ফাঁস নিয়ে এক নারীর আত্মহত্যার খবরে লাশ উদ্ধারে যায় পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর কারণ জানতে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী তাফসিরকে থানায় আনা হয়। তার অসংলগ্ন কথাবার্তা ও রেকর্ডপত্র যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। একপর্যায়ে সে একজন পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়।