খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্যাম্পাসে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম শুরু ও ২ মে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, সিন্ডিকেটের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ‘উপাচার্যের (ভিসি) পদত্যাগের একদফা দাবি’ জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে পাঁচটি ছাত্র হলের তালা ভেঙে সেখানে প্রবেশ করেন। তারা অবিলম্বে ছাত্র হলগুলোতে পানি সরবরাহ, ইন্টারনেট চালু ও ডাইনিংয়ে খাবার ব্যবস্থা শুরুর দাবি জানান। এর আগে ১৩ এপ্রিল দুপুর থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্র হল খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার দাবিতে চলমান কর্মসূচিতে হামলার ঘটনায় শতাধিক সাধারণ শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় ভিসির পদত্যাগ, হামলায় জড়িতদের বহিষ্কারসহ ছয় দফা দাবি জানানো হয়। কিন্তু সিন্ডিকেটে ৩৭ জনকে বহিষ্কারের কথা বলা হলেও তাদের তালিকা প্রকাশ না করে টালবাহানা করা হচ্ছে। ওই তালিকায় আন্দোলনরত ছাত্রদের নাম থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে হামলার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন ভিসি। ব্যর্থতার দায় নিতেও তিনি অস্বীকার করছেন।
কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, দাবি বাগছাসের : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কারে রাবিতে প্রতিবাদ সমাবেশ : রাবি প্রতিনিধি জানান, কুয়েটে সংঘর্ষের ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
এতে উপাচার্যের পদত্যাগও দাবি করা হয়। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা এ দাবি জানান। সমাবেশে বক্তারা, কুয়েটের শিক্ষার্থীরা যে ধরনের কর্মসূচি দেবেন, তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে রাবিতে একই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।