কক্সবাজার-মহেশখালী নৌপথে প্রথমবারের মতো পরীক্ষামূলক সি-ট্রাক চলাচল শুরু হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে এ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু করা হয়। সি-ট্রাক চলাচল শুরুর খবরে দ্বীপ উপজেলা মহেশখালীতে মানুষের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনেকে আগ্রহ নিয়ে গোরকঘাটা জেটিঘাটে সি-ট্রাক দেখতে আসেন।
বিআইডব্লিউটিএর পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, আজ (শুক্রবার) থেকে কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলক সি-ট্রাক চালু হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে। এজন্য মহেশখালী জেটিঘাটে পন্টুন স্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের দ্বীপ উপজেলা মহেশখালীতে যাতায়াতের অন্যতম রুটে ১০ কিমি সমুদ্রপথে ফেরি চলাচলের দাবি ছিল দীর্ঘকালের। কিন্তু একটি সিন্ডিকেট তাদের পুরোনো ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে বারবার সি-ট্রাক চালুর বিরোধিতা করে আসছিল। স্থানীয় সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, ‘দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবি কক্সবাজার-মহেশখালী এবং মগনামা-কুতুবদিয়া নৌপথে সি-ট্রাক চালুর। অবশেষে মহেশখালীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।’ দ্রুত সময়ের মধ্যে কুতুবদিয়া রুটেও চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।