নিষিদ্ধ মাদক সেবনের দায়ে জ্যামেইকার সাবেক দ্রুততম দৌঁড়বিদ আসাফা পাওয়েল ১৮ মাসের জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছেন। ১০০ মিটারে রেকর্ডধারী সাবেক এই দৌঁড়বিদ ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় এ নিষেধাজ্ঞার কবলে পড়েছেন।
৩১ বছর বয়সী জ্যামাইকার এই দৌঁড়বিদ গত বছর জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় নিষিদ্ধ উপাদান নিয়েছিলেন। পরীক্ষা-নীরিক্ষার পর জ্যামাইকার ডোপিংবিরোধী কমিটি বৃহস্পতিবার রায় ঘোষণা করে। গত বছরের ২১ জুন থেকে এ নিষেধাজ্ঞার মেয়াদ কার্যকর হবে। তাই পাওয়েলের নিষেধাজ্ঞা শেষ হবে এ বছরের ২০ ডিসেম্বর।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলে দৌড়ে সোনা জয়ী জ্যামাইকা দলের সদস্য ছিলেন পাওয়েল। তার অনুশীলনের সঙ্গী শ্যারন সিম্পসনকেও মঙ্গলবার একই অপরাধে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করে জ্যামাইকার ডোপিংবিরোধী কমিটি।
এই দুই জ্যামাইকান জুলাইয়ে গ্লাসগোতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারবেন না। নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন পাওয়েল।