মুনিবের জীবন বাঁচিয়ে আলোচনার জন্ম দিয়েছে ট্রাইগার নামে এক বিড়াল।
ঘটনাটি গত ২০ নভেম্বরের। ৭৫ বছর বয়সী মিশৌরির বাসিন্দা ইরনা প্রাত রান্নাঘরে খাবার তৈরিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাক। পা দু'টো যেন অবশ হয়ে গেছে। এক্ষুনি দরকার ডাক্তার। গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে মেয়ে মেরীকে ডাকতে শুরু করেন ইরনা। মেরী পাশের রুমেই ঘুম। কিন্তু ইরনার গলার স্বরও যেন বন্ধ হয়ে গেছে। ফিসফিস আওয়াজ ছাড়া কিছুই বের হচ্ছে না।
এমন সময় পাশেই নিচু স্বরে মিউমিউ করছিল আর ঘুরছিল দীর্ঘ দিনের পোষা বিড়াল বৃদ্ধ ট্রাইগার। মুনিবের ইশারা বুঝতে একটুও দেরী হল না তার। দৌড়ে চলে গেল মেরীর রুমে। খাটের উপর উঠে উচ্চ স্বরে শুরু করল ডাকাডাকি আর লাফালাফি। মেরী উঠেই মায়ের অবস্থা দেখে হতভম্ব। দ্রুত ৯১১ নম্বরে ফোন করে মাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। মাসাধিককাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে জীবিত বাড়িতে ফেরে ইরনা। এসেই প্রথমে জড়িয়ে ধরে ট্রাইগারকে। আদরে আদরে ভরিয়ে দেয় প্রিয় বিড়ালটিকে। সে না থাকলে যে আজ আর ইরনার পৃথিবীর আলো দেখতে হতো না। সূত্র: ওয়েবসাইট