পথঘাট ঢেকে গিয়েছে বরফের পুরু চাদরে। বড়সড় একটা পার্কিং লটের চেহারা নিয়েছে হাইওয়ে। একের পর এক গাড়ি ঠায় দাঁড়িয়ে। এ দিকে হাসপাতালে পৌঁছতেই হবে চিকিৎসক জেনকো রিনকিউ-কে।
বার্মিংহামের ট্রিনিটি মেডিক্যাল সেন্টারের তিনিই একমাত্র ব্রেন সার্জেন। হাসপাতাল থেকে বারবার ফোন আসছে। ওই পরিস্থিতির মধ্যেও গাড়ি নিয়ে বেরোন জিনকো। কিন্তু ঘণ্টাখানেক প্রচেষ্টার পর টের পান, এ ভাবে অসম্ভব। শেষমেশ হাঁটা শুরু করে দেন।
প্রায় ১০ কিলোমিটার হেঁটে হাসপাতালে পৌঁছন। আর তার পর অস্ত্রোপচার সারেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, উনি ঠিক সময়ে না পৌঁছলে রোগীকে কিছুতেই বাঁচানো যেত না।