প্রথমবারের মতো কারখানায় কৃত্রিম রক্ত উৎপাদনের জন্য মানব শরীরের স্টীম সেলের সাথে সঙ্গতিপূর্ণ উপায় আবিষ্কৃত হয়েছে। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে চমকপ্রদ আবিস্কার। এর মাধ্যমে জেনেটিক ইঞ্জিনিয়াররা শরীরের বায়ো-ম্যাকানিজমে পরিবর্তনের মাধ্যমে মানব শরীরের দুরারোগ্য রোগের চিকিৎসার পথ সুগম করতে পারবে বলে আশা করা যায়।
মার্ক টার্নার কৃত্রিম রক্তকোষ তৈরির গবেষণার প্রধান বিশেষজ্ঞ। তাদের এই গবেষণার পেছনে ওয়েলকাম ট্রাস্ট ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ করা হয়েছে ৫ মিলিয়ন মার্কিন ডলার। টেলিগ্রাফকে দেওয়া বিবৃতিতে মার্ক টার্নার বলেন আমরা ক্লিনিক্যাল ট্রান্সফিউশনের জন্য এই লোহিত কণিকা কোষ তৈরি করছি।
প্রফেসর টার্নার বলেন, লোহিতকণিকার কৃত্রিম উৎপাদনের উপায় হিসেবে তারা একটি বায়োমেকানিক্যাল ডিভাইস তৈরি করেছে। এই ডিভাইসটির মাধ্যমে তৈরি হয় ইন্ডাক্টেড প্লুরিপোটেন্ট স্টীম সেল বা আইপিএস সেল। এই কৃত্রিম কোষ তৈরির মূল কাঁচামাল হিসেবে কাজ করে মানব শরীরের লোহিত রক্ত কণিকা। জৈব রাসায়নিক প্রক্রিয়াটি মানব শরীরে যেমন থাকে তেমনি ইন্ডাক্ট কোষেও যেন তা বজায় থাকে তার দিকে বেশি করে লক্ষ্য রাখা হয়। মার্ক টার্নার আরো জানায় প্রথমদিকে তারা বিশ্বের সবচেয়ে দুর্লভ রক্ত ও নেগেটিভ তৈরির চেষ্টা করা হচ্ছে।
রক্তের এই কৃত্রিম লোহিত রক্তকণিকা নিরাপদ। কৃত্রিম এই লোহিত রক্তকণিকা যেন মানুষের হাতের নাগালে থাকে সে রকম উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও সকল রোগের চিকিৎসা উপযোগীভাবে এবং রোগীদের শারীরিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কার্যকারিতার দিকে লক্ষ্য রাখা হচ্ছে।