'জেডজেডওয়াইজেডএক্স' হচ্ছে ইংরেজিতে একটি শিশুটির নামের বানান। যার উচ্চারণ 'জেই-জিক্স'। এই নামটি শিশুদের সবচেয়ে উদ্ভট নাম হিসেবে নির্বাচিত হয়েছে। অবশ্য নামটি যে একেবারেই নতুন তা কিন্তু নয়। ক্যালিফোর্নিয়ার স্যান বার্নারডিনো কাউন্টির একটি শহরতলি ও একটি সড়কের নাম জেই-জিক্স। ওই জায়গাগুলোর নামের অর্থ 'বিশ্বের সর্বশেষ স্থান'। ঠিক একইভাবে শিশুটির নামও বর্ণ ক্রমানুসারে সর্বশেষ বলেই প্রতীয়মান হয়।
এক ভোট জরিপে যুক্তরাষ্ট্রে 'উদ্ভট' নামের শিশু নির্বাচিত করা হয়েছে। ইবেইবি নেইমস নামে একটি ওয়েবসাইটে ব্যতিক্রমী এ জরিপটি অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে উদ্ভট নামের ৫টি শিশুকে নির্বাচিত করা হয়। এর মধ্যে বাকি যে নামগুলো সবচেয়ে উদ্ভট হিসেবে নির্বাচিত হয় সেগুলো হলো নিমরোদ, লুসিফার ও জেলাসি। জরিপে অংশগ্রহণকারীরা স্বীকার করলেন, গত ১৫ বছরে এ ধরনের অদ্ভুত নাম কখনও শোনেননি তারা।