স্থুলকায় শরীরের জন্য ৩৮ বছরেও বিয়েটা করা হয়নি চ্যারিটি পিয়ার্সের। তবে এবার বিয়ের পিড়িতে বসার জন্য দৃঢ়প্রতীজ্ঞ বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিত পিয়ার্স। এজন্য ১২৭ কেজি মেদ ঝরানোরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চ্যারিটি অবশ্য তার বর আগে থেকেই ঠিক করে রেখেছেন। তিনি বিয়ে করছেন তার দীর্ঘদিনের বন্ধু ও তার চেয়ে অর্ধেকেরও কম ওজনের টনি সৌরকে।
চ্যারিটি বলেন, ''বিয়ের পর টনির সঙ্গে মধুচন্দ্রিমাটা ভালো ও আনন্দ নিয়েই করতে চাই। এজন্যই ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছি।'
যদিও ওজনটাই তাকে বিখ্যাত করেছে পৃথিবীর কাছে। আর বিশ্বের সবচেয়ে স্থুলকায় রেকর্ডধারী চ্যারিটিকে বিয়ে করতে পারছেন বলে টনিও খুব খুশি।
কিন্তু এখন দাম্পত্য জীবনের কথা ভেবেই আবার ওজন কমানোর সিদ্ধান্ত নিয়েছেন চ্যারিটি। শরীরের বাড়তি মেদ ঝরাতে অচিরেই অস্ত্রোপচার করাবেন বলে জানান তিনি।
জানা গেছে, বর্তমানে তার ওজন ৩৪৭ কেজি। আর তার প্রেমিক ও বন্ধু টনির ওজন তার অর্ধেকেরও অনেক কম। বয়সেও টনি ১৬ বছরের ছোট পিয়ার্সের থেকে। তারপরও দু'জন দু'জনকে পেয়ে খুশি। চুটিয়ে প্রেমও করছেন দু'জন।
চ্যারিটি বলেন, ‘আমি চাই না আমাদের মধুচন্দ্রিমা ঘরের মধ্যে কাটুক। আমি ২২ বছরের টনিকে বিয়ে করবোই।’
সম্প্রতি তিনি টনির সঙ্গে এই শরীর নিয়েও নেচেছেন বলেও জানান চ্যারিটি। তিনি বলেন, ‘আমরা দুজনই দেশের গান খুব ভালোবাসি। তাই বিয়ের সময় টনি কাউবয় আর আমি কাউগার্ল সাজব বলে ঠিক করেছি। তারপর আমরা অতিথিদের সঙ্গে সারা রাত নাচব।’
চ্যারিটি আরো জানান, কিছুদিন আগেই চিকিৎসকরা তাকে সাবধান করেছিলেন বাড়তি ওজনের ব্যাপারে। তখন তিনি বিষয়টিকে এত পাত্তা দেননি। কিন্তু তিনি এখন ভয় পাচ্ছেন বাড়তি ওজনের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের।