দোকানের সামনে হঠাৎ অনেক নারীর ভিড় দেখা গেল। সকলের কোলে রয়েছে একটি করে ছোট্ট শিশু। হঠাৎই দোকানের সামনে দাঁড়িয়ে শিশুকে স্তন্যপান করাতে শুরু করলেন তারা। ঘটনা ঘটেছে ইংল্যান্ডের নাটিংহাম শহরে। ৭০ জন নারীর এই কর্মটি ছিল নাকি প্রতিবাদ জানানোর উপায়।
জানা গেছে, কিছুদিন আগে ভিওলেত্তা কোমর নামের এক নারী সিটি সেন্টারের একটি দোকানের ভেতর শিশুকে স্তন্যপান করাচ্ছিলেন। তখন ওই দোকানের একজন কর্মকর্তা তাকে দোকান থেকে বের করে দেন এই বলে যে, তাদের দোকানে এমন নিয়ম নেই। সেই সময় দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতারাও দোকান কর্তৃপক্ষের এমন ব্যবহারে বেশ ক্ষুদ্ধ হন। ঘটনার ঠিক দুমাস বাদে ৭০ জন নারী একজোট হয়ে সেই দোকানের সামনে দাঁড়িয়েই তাদের এই প্রতিবাদ শুরু করেন।
সংবিধানের ইকুয়ালিটি অ্যাক্ট, ২০১০ অনুযায়ী সব মায়েদেরই অধিকার রয়েছে তারা যে কোনো পাবলিক প্লেসে শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন। কিন্তু ভিওলেত্তা কোমর নামের ওই নারী নাকি এর আগেও বেশ কয়েক জায়গায় শিশুকে স্তন্যপান করাতে গিয়ে বাধার সম্মুখীন হন। তাই তার সঙ্গে আরও নারী একত্রিত হয়ে সিটি সেন্টারের দোকানটির সামনে দাঁড়িয়ে এই অভিনব প্রতিবাদ করেন। বিরোধ প্রদর্শনের ১৫ মিনিটের মধ্যেই দোকানের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।