প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে জেমস ম্যাকেকে (৪৪) মৃত্যুদণ্ড দেওয়া হলো। তার বিরুদ্ধে এক নারীকে হত্যার অভিযোগও রয়েছে। রায় ঘোষণা করতে গিয়ে বিচারপতি জানিয়েছেন, প্রেসিডেন্টকে হত্যার ছক কষতে গিয়েই ওই নারীকে খুন করে ম্যাকে।
মার্কিন আদালত সূত্রে জানা যায়, ম্যাকে মানসিক রোগী। ২০১১ সালে তিনি বারাক ওবামাকে হত্যার পরিকল্পনা করেন। তিনি আদালতে স্বীকার করেছেন, হোয়াইট হাউস পৌঁছবার জন্য একটি গাড়ির দরকার পড়ে। সেজন্য ৭৫ বছরের বৃদ্ধা ম্যাবেল শিনকে ছুরি মেরে হত্যা করে তার গাড়িটি ছিনতাই করেন ম্যাকে। কিন্তু চোরাই গাড়ি নিয়ে ওয়াশিংটন পৌঁছতে গিয়ে উইসকন্সিন প্রদেশের ম্যাডিসন শহরে পুলিশের হাতে ধরা পড়ে যান।
প্রথমে ওই নারীকে খুনের অভিযোগে ম্যাকেকে গ্রেফতার করা হলেও পুলিশের জেরায় তিনি জানান, মূলত প্রেসিডেন্ট ওবামাকে হত্যার অংশ হিসেবেই খুন করে গাড়ি চুরি করেছেন। আদালতের বিশেষ নির্ণায়ক কমিটির সামনে মামলাটির শুনানি হয়। দোষীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ এবং তার নিজস্ব বয়ান শোনার পর ম্যাকেকে মৃত্যুদণ্ড দিতে একমত হয় নির্ণায়ক কমিটি।