আলাস্কার জেমস ড্রপলার, ৪৩ বছরের মার্কিন নাগরিক। তার মাথায় গুলি লাগলেও টানা পাঁচদিন বাড়িতে বসেই মাথায় মলম লাগিয়ে নিজের চিকিৎসা করলেন। যখন পাঁচদিন পরেও মাথার ক্ষত কমল না, উল্টে বাড়তে লাগল তখন তার হুশ হলো। যদিও তারপর হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পর আপাতত সুস্থ রয়েছেন আলাস্কা পুলিশে কর্মরত এই সেনাকর্মী।
ঘটনাটি হল, গত সপ্তাহে নিজের বন্দুক নিয়ে নড়াচাড়া করতে গিয়ে হঠাৎই তার থেকে গুলি বেরিয়ে এসে জেমসের মাথায় লাগে। তারপরেও তিনি হাসপাতালে যেতে অস্বীকার করেন। জেমসের বান্ধবী তাঁকে হাসপাতালে যাওয়ার অনুরোধ করলেও সে যেতে রাজি হয় নি। তার ধারনা ছিল মাথায় অ্যান্টিবায়োটিক মলম লাগালেই ওই ক্ষত সেরে যাবে।
যদিও পাঁচদিন পরে ব্যাথায় আর থাকতে না পেরে হাসপাতালের দ্বরাস্থ হতেই হল তাঁকে। আলাস্কার হোমার হাসপাতালে আপাতত সুস্থ হয়ে উঠেছেন জেমস।