হিন্দুদের দেবতা হনুমানের নামে একটি বায়মেট্রিক আইডি কার্ড ইস্যুর ঘটনায় তদন্তে নেমেছে ভারতের জাতীয় পরিচয় পত্র প্রদানকারী কর্তৃপক্ষ।
বিবিসি হিন্দির খবর অনুযায়ী, সম্প্রতি রাজস্থানের একটি গ্রামের ডাকবিভাগে একটি আইডি কার্ড আসে। যেখানে আইডি কার্ডের মালিকের নাম লেখা ছিল হনুমান জি, পিতার জায়গায় লেখা পবন। ঠিকানা মোতাবেক ডাকবিভাগের পিয়ন পুরো এলাকা ঘুরেও কোনো হনুমান জি’র দেখা না পেয়ে আইডি কার্ডটি উল্টে দেখে সেখানে আইডি কার্ডের মালিকের ছবির জায়গায় মাথায় সোনার মুকুট পরা হনুমানের ছবি।
পরে বিষয়টি যে ফাজলামি তা বুঝতে আর বাকী না থাকে না ওই ডাক পিয়নের। ফলে সেই আইডি কার্ডটি ডাক বিভাগে এসে ফেরতে দেয়। অবশ্য তাৎক্ষণিভাবে জানা যায়নি, আইডি কার্ডের পেছন দিকে আঙ্গুলের ছাপটি কার। রাজস্থান ডাক বিভাগ আইডি কার্ডটি ব্যাঙ্গালোরের জাতীয় পরিচয় পত্র প্রদান কেন্দ্রে পাঠানোর পর বিষয়টি তদন্ত করে দেখা হবে।