নতুন প্রকাশিত একটি গবেষণা বইয়ে দাবি করা হয়েছে, পুরুষরা মনে করেন ২২ বছর বয়সী নারী ২০ বছর বয়সী নারীর তুলনায় অনেক কম আবেদনময়ী।
হু উই আর (যখন আমরা ভাবি কেউ আমাদের দেখছেনা) নামের এই বইটি ওকে কিউপিড নামের একটি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে লেখা হয়েছে।
ক্রিশ্চিয়ান রাডার নামের এক লেখক ওই ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা। এতে মানুষ পরস্পরকে কীভাবে দেখে থাকে তা উদঘাটন করা হয়।
ডিসকভারি নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে।
এতে এও বলা হয়েছে যে, ৫০ বছর বয়স পর্যন্ত পুরুষরা ২০ থেকে ২৪ বছর বয়সী নারীকেই বেশি আকর্ষণীয় মনে করেন।
অন্যদিকে, ৩৯ বছর বয়স পর্যন্ত নারীরা তাদের চেয়ে এক বছর কম বয়সী পুরুষকেই বেশি পছন্দ করেন। এমনকি ৫০ বছর বয়সী নারীর কাছেও ৪৬ বছর বয়সী পুরুষকেই বেশি ভালো লাগে।
ওই লেখক আরও বলেন, ‘বইটিতে শুধুমাত্র মানুষের মতামত নিয়েই গবেষণা করা হয়েছে। কিন্তু বাস্তব জীবনে তারা ঠিক কী করেছেন সে বিষয়ে কোনও অনুসন্ধান চালানো হয়নি।’
‘তবে বাস্তবে দেখা যায় যে, ৪০ বছর বয়সী পুরুষরা গড়পড়তায় ৩০ থেকে ৩৫ বছর বয়সী কোনও নারীর সঙ্গেই সাধারণত সম্পর্ক করছেন।’
রাডার বলেন, ‘গবেষণায় আরও দেখা গেছে যে, কালো মানুষদের আবেদনময়তার ব্যাপারে ওই গবেষণায় অংশগ্রহণকারীদের বেশির ভাগই বিরূপ মত দিয়েছেন। কারণ কালোদের আবেদনময়তা মূল্যায়ন করতে গিয়ে লোকে তাদেরকে সবদিক থেকেই হীন চোখে দেখে থাকেন।