হাসপাতালের লাশকাটা ঘর থেকে সাবেক প্রেমিকার মরদেহ চুরি করে এনেছেন এক ব্যাক্তি। শুধু তাই নয়, মৃত গার্লফ্রেন্ডের সঙ্গে সেলফি তুলে বিভিন্ন সামাজিক মাধ্যমে ঝড় তুলে দিয়েছেন তিনি। মরদেহ চুরি করার কথাটি ঐ ব্যাক্তিই ছবির ক্যাপশনে লিখেছেন।
ছবিটি শেয়ার করার পরপরই অনলাইনে লাইক আর শেয়ারের হিড়িক পড়ে যায়। টুইটারে ছবিটি শেয়ার করার কিছুক্ষণ পরই ৪১ হাজার রিটুইট হয় এবং দু’হাজার দুইশ মানুষের ফেবারিট তালিকায় যুক্ত হয়।
এ ঘটনার পর সেলফির ভূমিকা নিয়ে অনেকেই প্রশ্ন তোলা শুরু করেছিলেন। অনেকেই হয়তো সেলফি নোংরামি কিংবা উল্টাপাল্টা কাজের হাতিয়ার হিসেবে নামকরণ করা শুরু করতেন। কিন্তু তার আগেই মর্গ পক্ষ দাবি করেছে, ছবিটির ঘটনা আসলে পুরোটাই তামাশা করার জন্য করা হয়েছে।