ভারতে প্রথমবারের মতো একজন হিজড়াকে (তৃতীয় লিঙ্গ) সংবাদ উপস্থাপক হিসেবে নিয়োগ দিয়েছে একটি টিভি চ্যানেল। দেশটির আদালত হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার পাঁচ মাস পর সম্মানজনক এ পদে নিয়োগ পেলেন তিনি।
পদ্মিনী প্রকাশ নামের ৩১ বছর বয়সী ওই কর্মী তামিলনাড়ু রাজ্যে লোটাস নিউজ চ্যানেলে কাজ করছেন। তিনি জানান, সারা জীবন বহু বৈষম্যের স্বীকার হয়েছেন তিনি। নিজের পরিবারও তাঁকে মেনে নেয়নি। অতীতে নাচিয়ে হিসেবে কাজ করতেন তিনি। পরে একটি ধারাবাহিক নাটকে কাজ করেন।
মানবাধিকারকর্মীরা জানান, ভারতে হাজার হাজার হিজড়া রয়েছে। অতীতে তাদের আইনগত স্বীকৃতি না থাকার কারণে তারা নানামুখী বৈষম্যের স্বীকার হতো। নির্যাতন, এমনকি পতিতাবৃত্তিতেও তাদের বাধ্য করা হতো। এখনো এই পরিস্থিতিতে খুব একটা পরিবর্তন আসেনি। গত এপ্রিলে ভারতের সর্বোচ্চ আদালত হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়ার পর তাদের সমঅধিকার নিশ্চিত করার দাবি তোলে মানবাধিকার সংগঠনগুলো।
পদ্মিনী গত মাসে টেলিভিশনে কাজ শুরু করেন। গোড়া থেকেই জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি। লোটাস নিউজের চেয়ারম্যান জি কে এস সেলভা কুমার বলেন, 'আমরা তাঁর প্রাথমিক পরীক্ষা নেওয়ার পরই বুঝতে পারি, একজন দুর্দান্ত সংবাদ উপস্থাপক হয়ে ওঠার যোগ্যতা পদ্মিনীর আছে।' সূত্র : এনডিটিভি।