পাঠ্যবইয়ে ভুল ছাপার নজির ভুরি ভুরি রয়েছে। কিন্তু থাইল্যান্ডের কলেজের অঙ্ক বইতে ভুল করে যা ছাপা হলো তাতে সবার চোখ কপালে।
‘বেসিক ম্যাথামেটিক্স’ নামের ওই বইয়ের কাভারে দেখানো হয়েছে এক নারী অঙ্ক বই উল্টে দেখছেন। বই হাতে পাওয়ার পর সবার চক্ষু চড়কগাছ। ছবিটা তো পর্নোতারকা মানো আওকির! ‘কস্টিউম প্লে ওয়ার্কিং গার্ল’ নামের এক অ্যাডাল্ট সিনেমার প্রচারের ফটোশ্যুটের এক ছবিই অঙ্ক বইয়ের কাভারে ঠাই পেয়েছে।
বইয়ের প্রকাশক ‘মুং থাই বুক সেন্টার’ ভুল বুঝতে পেরেছেন। পরে তিনি জানিয়েছেন, কাভার ফটোটি তাদের এক কর্মী গুগল ইমেজ থেকে সংগ্রহ করেছে। অঙ্ক বইয়ের কাভারে পর্ণো তারকার ছবি নিয়ে সবচেয়ে অস্বস্তিতে পড়েছেন শিক্ষক- শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীরা তো হেসে খুন বলা যায়।