গলা ফাটিয়ে কাঁদলে মিলবে পুরস্কার! এই 'কান্না উৎসবে' যোগদানের বয়সসীমা ৬-১৮ মাস। তাই স্বেচ্ছায় সন্তানকে কাঁদাতে সাজিয়ে-গুজিয়ে নিয়ে গেলেন মা-বাবা। শুধু তাই নয়, শিশু সন্তান যত কাঁদছে মা-বাবার আনন্দ যেন তত বাড়ছে।
আসনে বসে উপভোগ করছেন তারা। এমন বিস্ময় ঘটনা ঘটল জাপানের রাজধানী টোকিও-তে। শতাধিক শিশু শামিল ছিল এই কান্নার লড়াইয়ে।
কান্না দৌড়ে সন্তানদের শামিল করার একটাই কারণ। জাপানের নিয়ম অনুযায়ী শিশু সন্তান যত কাঁদবে তত নাকি তার শরীর ভালো হবে। শুধু তাই নয় বেশি কাঁদলে সন্তানের জীবন হবে সুখের এমনই ধারণা জাপানিদের।