টেলিফিল্মে কাজ দেওয়ার অছিলায় কলকতার দুই উঠতি মডেলকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে মুম্বাইয়ের এক প্রযোজকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত প্রযোজক জয় চিমনলাল দেশাইকে গ্রেফতার করেছে।
নির্যাতিতা এক মডেলের অভিযোগ, টেলিফিল্মে অভিনয়ের জন্য চুক্তিপত্রে স্বাক্ষর ও অগ্রীম ১১ হাজার টাকা দেওয়ার জন্য চিমনলাল তাকে একটি হোটেলে ডেকে পাঠায়। গত শুক্রবার ওই মডেল তার বান্ধবীকে সঙ্গে নিয়ে হোটেলে যান। হোটেলে পৌঁছানোর পর অভিযুক্ত চিমনলাল দুই মডেলকে তার সঙ্গে রাত কাটাতে বলে। তারা এর বিরোধিতার করলে অভিযুক্ত তাদের যৌন নিগ্রহ করে।
কলকাতা পুলিশের ডিসি গোরব শর্মা জানিয়েছেন, নির্যাতিতা দুই মডেলের বাড়ি আসামে। কলকাতায় এক আত্মীয়ের বাড়িতে থাকেন তারা। পুলিশের অনুমান এর আগেও চিমনলাল নারীদের তার জালে ফাঁসিয়েছে৷ এ বিষয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত নিজেকে মুম্বাইয়ের এক নামি প্রডাকশন হাউসের কর্ণধার হিসেবে দাবি করেছেন।