ভিডিও দেখে শুধু মানুষ নয়; আনন্দিত হয় প্রাণিরাও। সম্প্রতি জো ম্যাইয়ার্স নামের এক ব্যক্তি তার প্রমাণও পেয়েছেন। মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জো ম্যাইয়ার্স আইফোনে কয়েকটি চিতা ব্যাঙের সামনে জীবন্ত কৃমির ফুটেজ চালিয়ে দিয়েছিলেন। তারপর দেখতে পান কয়েকটি ক্ষুধার্ত ব্যাঙ সে ফুটেজ দেখে লাফাতে লাফাতে মনিটরের ওপর পড়ছে।
ভিডিওতে দেখা যায়, একসময় বিভিন্ন আকারের ১৭টি ব্যাঙ হাজির হয়। এবং ভালোভাবে ভিডিও দেখার জন্য ঠেলাঠেলি শুরু করে। উত্তর আমেরিকার এই চিতা ব্যাঙের প্রধান খাবার অন্যান্য ছোট ব্যাঙ। এছাড়া ছোট পাখি এবং সাপও এরা গিলে ফেলে। যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের বাসিন্দা জো ম্যাইয়ার্স ইউটিউবে ভিডিওটি আপলোডের ৪ দিনের মধ্যে ১২ হাজার বার দেখা হয়েছে।
ভিডিও ফুটেজ দেখে প্রাণিদের মুগ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম না। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বানর শুধু ভিডিও দেখতেই পছন্দ করে না, ভিডিওর অনুকরণ করতেও এরা আগ্রহী।
বিজ্ঞানীরা মারমোসেটস (দক্ষিণ আমেরিকার বানরের একটি প্রজাতি) বানরকে একটি ভিডিও ফুটেজ দেখান। ওই ভিডিওতে বাক্সের ভিতর থেকে কলা বের করার পদ্ধতি দেখানো হয়। ভিডিও দেখার পর বানরেরা এই পদ্ধতির সফল প্রয়োগ দেখায়।