সুইস টেনিস মহাতারকা রজার ফেদেরার দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিটিএল খেলতে আসবেন। ফেদেরারের দেশ ‘সার্ভে’ করার ধরণটা একেবারেই অন্যরকম৷
ভারতে এসে তিনি কী করবেন, তা জানার জন্য ‘ম্যাপ’ বা ‘গুগল’ নয়, তিনি বেছে নিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারকেই৷ সেখানে তিনি তাঁর ফলোয়ারদের কাছেই জানতে চেয়েছেন ভারতে এসে ঠিক কোথায় কোথায় যাবেন। আর শুধু জানালেই হবে, ফটোশপের সহায়তায় ছবিও পাঠাতে হবে সেইসঙ্গে৷
সঙ্গে সঙ্গেই প্রচুর ছবি ফেদেরারের মুখ বসিয়ে ট্যুইট করেন ফ্যানরা৷ তার মধ্যে থেকেই আবার নিজের বাছাই করা বিভিন্ন ছবি রিট্যুইটও করেন রজার। তাঁর ভারতীয় ভক্তদের এমন কল্পনাশক্তি দেখে দারুণ অবাক এবং খুশি ফেদেরার৷ কোথাও তাঁকে দেখা যাচ্ছে অটোয় চেপে ঘুরতে, কখনও দিল্লির কুতুব মিনারকে চুমু খেতে, গঙ্গার ঘাটে পূণ্যস্নান , বাদর নাচ এমনকী বলিউডি নাচের স্টেপস দিতেও ফেদেরারকে দেখা গেছে ছবিগুলিতে।
বিডি-প্রতিদিন/ ২৬ সেপ্টেম্বর, ২০১৪/এ্যানি