যুক্তরাজ্যের গড় আয়ু বেড়েছে আরো এক ধাপ। দেশটিতে শেষ ১০ বছরে ১০০ বছর বয়স পার হওয়া মানুষের হার ৭১ শতাংশ বেড়েছে। নিউক্যাসলভিত্তিক ওয়ার্ক অ্যান্ড পেনশন সেন্টারিয়ান দফতরের একটি দল জানিয়েছে, দেশটিতে গড় আয়ু এখন পুরুষের ক্ষেত্রে ৭৮ বছর। আর মেয়েদের বেলায় ৮২ বছর।
ওই দপতরের বরাত দিয়ে শুক্রবার বার্তাসংস্থা ডেইলি মেইল জানিয়েছে, ৮০’র দশকে শতক পার হওয়া মানুষের সংখ্যা ছিল ২ হাজার ৫০০ জন। এরপর ২০০২ সালে তা দাঁড়ায় ৭ হাজার ৭৪০ জনে, ২০০৬ সালে ৯ হাজার ২৮০ জনে এবং ২০১০ সালে ১১ হাজার ৭৪০ জন।
সর্বশেষ ২০১৩ সালে শত বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজারে। এর মধ্যে ১০৫ বছরের ওপরে রয়েছে ৭১০ জন।
প্রতিবেদনে আরো বলা হয়, দেশটিতে ৯০ থেকে ৯৯ বছর বয়সী মানুষের সংখ্যা এখন ৫ লাখের বেশি। যেখানে ২০০২ সালে ছিল ৩ লাখ ৮৪ হাজার ৪৮০ জন; ২০০৬ সালে ৪ লাখ ১৬ হাজার ৩৭০ জন এবং ২০১০ সালে ৪ লাখ ৫২ হাজার ৬৮০ জন।
১৯৮৩ সালের হিসাব অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের মধ্যে এই বয়সী লোকসংখ্যা ছিল ৩২২ জন। ২০১৩ সালে তা লাখে বেড়ে দাঁড়িয়েছে ৮২২ জনে।