যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় চাকরিচ্যুত হয়ে এক নারী সহকর্মীকে খুন করেছে অ্যাল্টন নোলেন (৩০) নামে এক ব্যক্তি। ওকলাহোমার মুরি এলাকার ভন ফুডস ডিস্ট্রিবিউশন প্লান্টে বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার নোলেনকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি বাইরে যান এবং একটু পরে আবার অফিসে প্রবেশ করে সহকর্মী কলিন হাফোর্ডের (৫৪) ওপর হামলা চালান। এ সময় নোলেন তার মাথায় ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করেন। এরপর একই ছুরি দিয়ে আরেক সহকর্মী ট্র্যাচি জনসনের (৪৩) ওপর হামলা চালান নোলেন। এ সময় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক ভন হামলাকারীকে গুলি করলে প্রাণে বেঁচে যান ট্র্যাচি। পরে নোলেন ও ট্র্যাচিকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশের ধারণা, চাকরিচ্যুতির কারণে অপ্রকৃতিস্থ হয়েই হামলা চালান নোলেন।
এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন) এ হামলার বিষয়টি তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/২৭ সেপ্টেম্বর, ২০১৪/আহমেদ