নেপোলিয়ন ও অ্যান্টোসিয়া দুই গাধা। তারা একে অপরের প্রেমে পাগল। দীর্ঘ বিরতির পর ফের তারা একত্রিত হয়েছে পোল্যান্ডে পোজনানের চিড়িয়াখানায়।
সম্প্রতি পোল্যান্ডের বার্তাসংস্থা দ্যনিউজডটপিএলের এক খবরে বলা হয়, কামার্ত প্রেমনিবেদনের কারণেই দু’জনের বিচ্ছেদ ঘটায় কর্তৃপক্ষ। মূলত যৌন কেলেঙ্কারির জেরে তাদের বিচ্ছিন্ন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, নেপোলিয়ন-অ্যান্টোসিয়ার প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনে সমস্যার সঞ্চার হয় এক নারীর কারণে। ওই নারী চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ছেলেকে ওই দুই কামুক গাধার প্রজননের সাক্ষী থাকতে হচ্ছে। বিষয়টা বিব্রতকর।
এর পর বিষয়টি চিড়িয়াখানা কর্তৃপক্ষ খতিয়ে দেখে নেপোলিয়ন ও অ্যান্টোসিয়াকাকে দুটি আলাদা খাঁচায় রাখার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তাদের সরিয়েও দেওয়া হয়েছিল।
কিন্তু সম্প্রতি এই ঘটনায় নিজেদের ভুল স্বীকার করে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ‘আমরা কখনই চাই না কোনো প্রাণির প্রাকৃতিক নিয়মের জন্য এমন কোনো পদক্ষেপ নিতে যার জন্য প্রাণিদের অসুবিধা হয়।’ এর পরই ফের দুই গাধাকেই এক খাঁচায় নিয়ে যাওয়া হয়।
বিডি-প্রতিদিন/০৭ অক্টোবর ২০১৪/ শরীফ/ আহমেদ