পাকিস্তানে এক বিয়ের আসরে কমিউনিটি সেন্টারের ছাদ ধসে কনেসহ সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। বুধবার পাকিস্তানের শাহাদবাগের 'ফাজিয়ান' নামের এক কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে।
এ ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে কনে ও তিন শিশুসহ মোট সাতজনের মৃতদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কমিউনিটি সেন্টারের মালিককে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৫/ রশিদা