১৯১২ সালে ডুবে যায় বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ টাইটানিক। এরপর কেটে গেছে এক শতাব্দী। কিন্তু এখনো মানুষের আলোচনায় সেই জাহাজটি। টাইটানিক ডুবির সময় প্রাণে বেঁচে যাওয়া এক ব্রিটিশ যাত্রীর লেখা একটি চিঠি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিলামে উঠছে। দুই পৃষ্ঠার ওই চিঠিতে ক্ষোভ প্রকাশ করে তার এক বন্ধুকে তিনি চিঠিটি লিখেছিলেন।
উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক ডুবে যাওয়ার মুহূর্তে লুসি ডাফ গর্ডন নামে ওই নারীযাত্রী প্রায় খালি একটি লাইফ বোট নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি অন্যান্য যাত্রীর রোষানলে পড়েন। টাইটানিকডুবির এক মাস পর তার ওই ঘটনা বর্ণনা করে লন্ডনে দুই পৃষ্ঠার একটি চিঠি লেখেন তিনি। তিনি তার বন্ধুকে লিখেন, ফেরার পথে বাঁচার জন্য আমরা যা করেছিলাম তা কি আদৌ ঠিক ছিল না! আর সে সময় আমাদের সাথে যে আচরণ করা হয়েছিল সেটা কি অসম্মানজনক নয়?
নিউ ইংল্যান্ডের নিলাম প্রতিষ্ঠান আরআর অকশন গত সোমবার জানায়, ২২ জানুয়ারির নিলামে চিঠিটির দাম হাঁকা হতে পারে ছয় হাজার ডলার। প্রতিষ্ঠানটি নিয়মিত টাইটানিক স্মারক নিয়ে এ ধরনের নিলামের আয়োজন করে থাকে। অনলাইনেও এক সপ্তাহ পর্যন্ত নিলামে অংশ নেয়া যাবে। ডাফ গর্ডন (৪৮) এবং তার স্বামী কসমো ডাফ গর্ডন (৪৯) টাইটানিকের প্রথম শ্রেণীতে ইংল্যান্ডের সাউদাপ্টন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছিলেন। এটাই ছিল টাইটানিকের প্রথম যাত্রা। তাদের লাইফবোটে মাত্র ১২ জন যাত্রী দেখে তারা পরিহাসের শিকার হন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৫/মাহবুব