আইনের হাত যেমন লম্বা, তেমনি আইনের কোন শেষও নেই। পৃথিবীতে রাষ্ট্রভেদে সাধারণ আইনের পাশাপাশি রয়েছে অনেক ব্যতিক্রমী আইন। রয়েছে মজার ও অদ্ভূত আইন। এক যুক্তরাষ্ট্রেই বিভিন্ন রাজ্যে রয়েছে বিভিন্ন আইন। আর এসব আইনের একটা শাখা রয়েছে শুধু যৌনতা ও সম্পর্ককে কেন্দ্র করে। আসুন দেখে নেই সেগুলো-
আলাস্কা
শহরের রাস্তায় হরিনের যৌন মিলন অবৈধ। যদি এরকম কিছু আপনার চোখে পড়ে তবে পুলিশকে ফোন দিলে তারা এসে গ্রেফতার করবে হরিন যুগলকে।
আরকানসাস
কাউকে নিজের দিকে আকর্ষন করা এবং কামুক দৃষ্টি নিয়ে কারো দিকে তাকানোর কারনে হতে পারে ৩০ দিনের জেল।
টেনেসি
বিদ্যালয়ের শিক্ষার্থীদের একে অপরের হাত ধরার অনুমতি নেই।
আলাবামা
পরিবারের সদস্যকে বিয়ে করা আইন সিদ্ধ।
নিউইয়র্ক
বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক বেআইনী।
মিশিগান
নিতম্বের অন্তর্বাস দেখা যায় এমনভাবে পোশাক পরা বেআইনী।
ওয়াশিংটন
আপনার গাড়িতে কোন যৌন কর্মীকে তার কর্মস্থলে পৌঁছে দিলে বাজেয়াপ্ত হতে পারে আপনার গাড়ি।
জর্জিয়া
সকল ধরনের যৌন খেলনা বেআইনী।
ক্যালিফোর্নিয়া
প্রশাসনের অনুমতি ছাড়া কোনো পুরুষের নারীর পোশাক পরিধান করার উপর রয়েছে নিষেধাজ্ঞা।
নেবরাস্কা
গনোরিয়ায় আক্রান্ত হলে আপনার জন্য বিয়ে করা বেআইনী এ রাজ্যে।
ইন্ডিয়ানা
জনসম্মুখে পুরুষের কামুক দৃষ্টিভঙ্গি দেখানো বেআইনী।
সাউথ ক্যারোলিনা
আপনি যদি কোন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে ঘুমান তবে তাকে বিয়ে করা আপনার জন্য বাধ্যতামূলক।
আইওয়া
পাঁচ মিনিটের বেশিক্ষণ জনসম্মুখে চুমু খাওয়া অবৈধ।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৫/ আহমেদ