পর্যটক আকর্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে হচ্ছে নানা ধরনের স্থাপনা। স্থাপনা নির্মাণে এক ধরনের প্রতিযোগিতাও চলছে। এই দৌড়ে যোগ দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার শিল্পোসমৃদ্ধ দেশ তাইওয়ান। সেখানকার সমুদ্র উপকূলে হচ্ছে ‘রোমান্টিক বুলেভার্ড’ নামে ৩৭ মাইল দীর্ঘ ‘সেক্স থিম পার্ক’।
দক্ষিণ কোরিয়ার জেজু লাভল্যান্ড নামের এক দ্বীপে ২০১৪ সালে এরকম একটি পার্ক বানানো হয়। এর অনুকরণেই পার্কটি হচ্ছে তাইওয়ানে। এ সেক্স থিম পার্কে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বিভিন্ন যৌন আবেদনময়ী মূর্তি এবং মুরাল, হৃদয় আকৃতির খিলান এবং কাচের গির্জা। নতুন দম্পতিদের জন্য ছবি তুলতে পার্কটিতে থাকবে বিশেষ অঞ্চল।
উদ্যেক্তরা পার্ক নিয়ে একটি ওয়েবসাইটও খুলেছেন। ইতোমধ্যে সাইটটি বিভিন্ন শ্রেণির দেশি-বিদেশি পর্যটকদের দৃষ্টি আকৃষ্ট করতেও সক্ষম হয়েছে। চলতি মাসেই সাইটিতে ২ লাখ লোক ভিজিট করেছে।
এদিকে, সেক্স থিম পার্কটি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না। এতে দেশটির সুনাম নষ্ট হবে বলে স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের কয়েকটি টুরিজম অফিস উদ্বেগ প্রকাশ করেছে।
স্থানীয় পর্যটন অফিসের উপ পরিচালক শিহ চাও হুই চায়না রিয়েল টাইমকে বলেন, আমরা পর্যটন ব্যবসা করি। ধর্ম বা শিক্ষা ব্যবসা নয়। আমাদের বিশ্বাস আমরা আমাদের অবস্থানে ঠিক। ওয়াল স্ট্রিট জার্নাল ডটকমকে তিনি বলেন, আমরা চাই মানুষ তাইওয়ানের প্রেমে পড়ুক। তিনি আরো জানান, বর্তমানে তারা আরো বিনিয়োগকারী খুঁজছেন। আশা করছেন, পার্কটির পাশে তারা একটি হোটেল বানাতে পারবেন। সূত্র: মেইল অনলাইন ও ওয়াল স্ট্রিট জার্নাল
বিডি-প্রতিদিন/ ২৭ জানুয়ারি ২০১৫/শরীফ